বাবা মানে বটবৃক্ষ, অটল আশ্রয়,
স্নেহ ডোরে বেঁধে রাখেন, কাটে সব ভয়।
ছোট্ট হাতে হাঁটি হাঁটি, শিখিয়েছো চলা,
তোমার কাঁধে চড়ে দেখা, এ বিশ্ব নিরালা।
জীবনের পাঠশালায়, তুমি প্রথম গুরু,
নীতি, আদর্শ, সততা, তোমাতেই শেখা শুরু।
কষ্ট সয়েছো কত, নিজের সব ভুলে,
আমাদের মুখে হাসি, ফোটাতে প্রাণ খুলে।
দায়িত্বের বোঝা কাঁধে, নিয়েছো অনবরত,
স্বপ্ন বুনে গেছ, অবিরাম অবিরত।
আজকে আমরা স্বাধীন, তোমারই হাতে গড়া,
পথ দেখিয়েছো তুমি, করতে জীবনের বোঝাপড়া।
সময়ের পথ বেয়ে, তুমি হয়েছো প্রবীণ,
শক্তির উৎস তুমি, আজো হৃদয়ে অন্তরীণ।
এখন সময় এলো, সে ঋণ শোধরাবার,
তোমার সেবা যত্নে, থাকব যে আগাবার।
শুধু এই দিনে নয়, ভালোবাসা অবিরাম,
প্রতিদিন বাবা দিবস, জীবনের সংগ্রাম।
শুধু উপহারে নয়, শ্রদ্ধা ভালোবাসা সেবার,
তুমি আছো তাই এ জীবন দুর্নিবার।
ছায়ার মতো তুমি পাশে ছিলে সারাটিজীবন
আজ আমি তাই তোমাতেই করি সমর্পণ।
পাশে থেকো চিরকাল, আমাদের মাথার ওপর,
তোমার আলোয় ঝলমল, এই ঘর পরস্পর।।
১৫ জুন, ২০২৫।। শ্যামলী, ঢাকা। (জুন মাসের তৃতীয় বুধবার বিশ্ব বাবা দিবস উপলক্ষ্যে কবিতা)