#আধ্যাত্মিক কবিতা

অগ্নি : কামরান চৌধুরী

প্রতিটি নিঃশ্বাসে এখানে বিষের আগুনমুখোশে ঢাকা মুখগুলো অচেনা ফাগুন।হাসির আড়ালে মেশানো কপটতা বিষকান্নার ভাঁজে ভাঁজে গাথা স্বার্থ অহর্নিশ। অদৃশ্য আত্মারা ক্রমশঃ কুয়াশা আবৃতযোজন যোজন দূরেই সীমানা বিস্তৃত।নিষ্ফল ব্যর্থতা গ্রাসিছে অতল গহ্বরেশৃঙ্খল মুক্তিতে প্রসারিত বাহু ঈশ্বরে। অহং হিংসা বিদ্বেষ অক্টোপাসে গ্রাসদু’ফোটা বিশুদ্ধ নিঃশ্বাস বাঁচার আশ্বাসনেশাতুর আঁখি নিষ্ফল হতাস চাহনিচারদিকে উঠুক জ্বলে বিশ্বাসের অগ্নি।। ১৮.০১.২০২৫।। শ্যামলী, ঢাকা।। […]

অগ্নি : কামরান চৌধুরী Read More »

অচিন টান : কামরান চৌধুরী

এমনি করে পেড়িয়ে যায়একটি দুটি বছরহারিয়ে যায় আপন জনসুখের স্মৃতি নহর। বুকের ঘরে নিয়ত তারঅবাধ আসা যাওয়াষড় ঋতুর পেখম মেলেস্নিগ্ধ সুবাস হাওয়া। ধরার মাঝে যেদিক দেখিতোমারই প্রতিচ্ছবিউদাস মন ব্যাকুল হয়েপ্রতীক্ষায় আঁকে রবি। তোমার ছোঁয়া আলোক রেখাশতত দেখায় পথজীবন তরী স্রোতের জলেএঁকে চলে সত্য রথ। দিগন্ত জুড়ে রঙিন আলোঅন্ধকারে দেয় ডুবপ্রভাতে জন্ম জন্মান্তরেইসুপ্ত গুপ্ত চলা খুব।

অচিন টান : কামরান চৌধুরী Read More »

Scroll to Top