এই বসন্ত দিনে : কামরান চৌধুরী

ও হে বসন্ত, তুমি আসো না কেন, এই হৃদয়েনিসর্গে সাজ, বন্ধ জানালা আজ, দিয়েছি খুলে।রঙিন আলো শরৎ হেমন্তের পথ পেড়িয়েদিয়েছে উঁকি, বৃক্ষের শাখে শাখে, ফুলের বানে। মৃদু হিল্লোলে উদাস চাহনিতে যায় হারিয়েকোকিল ডাকে, চঞ্চল শিহরণ বুকের ঘরে।নব পল্লবে, নর-নারী-তরুরা অমৃত সাজেআপনপর সকল স্বার্থ ভুলে, মুখর গানে। বসুন্ধরায় এ মিলন মেলায় বাহু জড়ায়প্রজাপতিরা সুখে নাচেরে আজ […]

এই বসন্ত দিনে : কামরান চৌধুরী Read More »