#কামরান চৌধুরীর কবিতা

এই ফাগুনে : কামরান চৌধুরী

আবার এসেছে আজ ফাগুনধরায় লাগিয়ে কোন আগুনশীতের আবেশ নেয় মুছিয়েউষ্ণতা দিয়েছে আজ ভরিয়ে। ফাগুন এসেছে প্রকৃতির পায়ফাগুন লেগেছে মনের গায়ফাগুন আজ পূর্ণতাপায়সকল প্রাণের উচ্ছ্বলতায়। ফুলে ফুলে আবির ছড়িয়েদিকে দিকে সৌরভ বিলিয়েপ্রাণের মাঝে সুখের পবনঅন্তরে বাহিরে লাগছে কাঁপন। এই ফাগুনে তুমি এসেছিলেএই ফাগুনে কাঁদিয়ে গেলেএই ফাগুনে সাজিয়ে বাগানবসে আছি উদাস এ প্রাণ। পাতারা ঝরে অঙ্কুর জাগেপ্রভাত […]

এই ফাগুনে : কামরান চৌধুরী Read More »

বসন্ত আসে রে : কামরান চৌধুরী

গাছের পাতা শূন্য এখন, শূন্য বুকের প্রান্তর,প্রেয়সী তুমি আছো জুড়ে, আমার এ অন্তর।বর্ষা শরৎ শীত গেল, এলো মধুর বসন্তহিয়ার মাঝে তোমার ছবি, ভাসে আহা অনন্ত। নিত্য দাও সুরের দোলা আসছো নবরূপেবসন্ত রাগে করবো বরণ প্রতীমার স্বরূপে।শাখে শাখে ভরবে পল্লব কাননে কাননে ফুলপাখির কণ্ঠে মুখরিত হবে মনটা যে ব্যাকুল। শূন্যতা শেষে পূর্ণতা আসে চিরন্তন রীতিদুঃখ শেষে

বসন্ত আসে রে : কামরান চৌধুরী Read More »

Scroll to Top