নিরবতার শব্দ : কামরান চৌধুরী

নিরবতার শব্দ শুনতে পাও কী, এই হৃদয়ের শব্দ,তুমি চলে যাবার পর, একে একে নিভতে থাকে আলোর দ্বীপ।সলতেই রসদ ফুরিয়ে যায়, নিঃশেষিত প্রায় জীবনীশক্তি।তুমিই আমার প্রাণশক্তি, তুমিহীনা দেহ-মনে জ্বলে না আলোরশ্মি।উচ্ছ্বল নদী ফেলে, যৌবন স্বপ্নরা উড়ে যায় বালু চড়ায়। জানি অভিমানে দূরে সরে আছোমিছে চঞ্চলতায় জীবনের রঙিন চিত্র আঁকোএকবার, একবার নিরবতায় ডুব দাও, তার শব্দ গায়ে […]

নিরবতার শব্দ : কামরান চৌধুরী Read More »