প্রথম পরিচয় : কামরান চৌধুরী

তোমার তখন বয়স হলো কুড়িযখন আমি পঁচিশ ছুঁইছুঁই করিতোমার মুখে লাবণ্য ঝরে পড়েআমার বুকে যৌবন টগবগ করে।প্রণয়ে তোমার চোখের মণি ঝলমল করেতারুণ্য দীপ্তিতে আমার হৃদয় নড়ে। দেখা হলো মাঘের হিমলাগা ভোরেমিঠে রোদে দেহ উষ্ণতার ক্রোড়েতোমার বন্ধুত্ব বার্তায় হৃদয়ে কড়া নাড়েদু‘জনের চেনাজানা ঘনিষ্ঠতা বাড়ে।ভালোলাগার সুতো একই লাটায়ে ঘুরেপাশাপাশি দুটি ঘুড়ি একই আকাশে ওড়ে। ফাগুনের দিনে দিনে […]

প্রথম পরিচয় : কামরান চৌধুরী Read More »