আগের ঠিকানায় আছি : কামরান চৌধুরী

ফেসবুকের পাতায় তোমার দেয়া ছবি
শিরোনাম, আগের ঠিকানায় আছি কবি।
বুকের ভেতরটা হঠাৎ দিল মোচড়
কতদিন পর এ আহ্বান দৃষ্টি গোচর।

সেই চেনা হাসি, চির চেনা চোখের দ্যুতি
মনের অন্দরে জ্বলে আলোর ঝাড়বাতি।
গ্রীবার উজ্জ্বল কোমল ত্বক আজো টানে
সুডোল বুকের আকর্ষণ যে তৃষ্ণা আনে।
ঐ চিবুক, ভেজা ঠোঁট কতদিন ডেকেছে
হৃদয়ের বাহুডোরে পরিতৃপ্ত রেখেছে।

তোমাকে দেখলে কী শুধু কামনা বাড়ে?
ভালোবাসাও তো জ্যামিতিক হাড়েই বাড়ে।
মৌনতায় নিরবতায় দেখি মুগ্ধতায়
ভেসেছি কল্পনায় হাওয়ায় হাওয়ায়।

ঢেউ খেলানো সে চুল বাহার তোলে ছন্দ
সুবাসিত পাগল করে চির চেনা গন্ধ ।
ভেসে যাই, হারিয়ে যাই, স্মৃতির ভেলায়
যাবো কি যাবো না, পাবো কি পাবো না তোমায়।

যে কথা হয়নি বলা, বলবো কানে কানে
আদরের ইচ্ছা মরে অজান্তে মনে মনে।
চোখেচোখে স্বপ্ন প্রাসাদ উঠেছিল গড়ে
চলে যাওয়ায় সুখেরা ভেঙেছিল পড়ে।

দখিন হাওয়া আনলো তোমার সুবাস
পূজার অর্ঘ তোমাকে দিয়ে দুখ বিনাশ।
ডেকেছো যখন যাবোই তো তোমার বাড়ি
পড়বে তুমি প্রিয় নীল বেনারসী শাড়ি।

মেহেদি রাঙা হাতে কাঁচের চুড়ির শব্দ
নাকে নোলক, কানেতে দুল হৃদয় স্তব্ধ।
শাড়ির চোরা বাঁকে নাভিতে দৃষ্টি আটক
করবে নাতো প্রিয়া সে ছলনার নাটক!

কদম শুভ্রতা ছুঁয়েছে তোমার অন্তর
আজো জাগি ঘুরি তোমার মনের প্রান্তর।
ব্যস্ততা কেড়েছে আবেগ, ভাব, ভালোবাসা
সময় পেলেই প্রিয়া যাব তোমার বাসা ।।

১৩.০৭.২০১৭ ।। শ্যামলী, ঢাকা।। বিবর্ণ গোধূলিতে প্রেম কাব্যগ্রন্থ থেকে নেয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top