বাবার ছায়ায় : কামরান চৌধুরী
বাবা মানে বটবৃক্ষ, অটল আশ্রয়, স্নেহ ডোরে বেঁধে রাখেন, কাটে সব ভয়। ছোট্ট হাতে হাঁটি হাঁটি, শিখিয়েছো চলা, তোমার কাঁধে চড়ে দেখা, এ বিশ্ব নিরালা। জীবনের পাঠশালায়, তুমি প্রথম গুরু, নীতি, আদর্শ, সততা, তোমাতেই শেখা শুরু। কষ্ট সয়েছো কত, নিজের সব ভুলে, আমাদের মুখে হাসি, ফোটাতে প্রাণ খুলে। দায়িত্বের বোঝা কাঁধে, নিয়েছো অনবরত, স্বপ্ন বুনে […]
বাবার ছায়ায় : কামরান চৌধুরী Read More »