মৃত্যু থেকে কিছুটা সময় নিয়েছি যে ধার
তাই নিয়ে ঘুরছি ধরায় এধার ওধার।
কি উদ্দেশ্যে বিধাতা পাঠালো খুঁজি না কারণ
ধরণীতে সারাটা জীবন চলি অকারণ।
বেলা শেষে হিসাব নিকাশ যে অস্তগমন
এখনো তো পাইনি ঠিকানা দৃষ্টি প্রশমন।
কি যে করি, ভেবেই পাইনা খুঁজি নিরন্তর
শান্তি সুধা মানব কল্যাণে অন্তরে অন্তর।
মৃত্যু সেতো চিরন্তন সত্য, সে অবধারিত
তবু মন ছুটে ছুটে চলে আবেগ তাড়িত।
লোভ মোহ মিথ্যা অহঙ্কারে ডুবে ডুবে শেষ
আলো নিভে অন্ধকার ক্রমে অন্তর নিঃশেষ।
মৃত্যু থেকে কিছুটা সময় নিয়েছি যে ধার
কিছু কাজ, চিহ্ন, বীজ রেখে যাবো পরপার।
মৃত্যু আগে শক্তি দিও প্রভু উদ্দেশ্য জানার
সেই মতো করি যেন কাজ নিয়ম মানার।
ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে যাবো আজ
তারপর, ধরণীর বুকে করবো যে রাজ।।
২৬ ফেব্রুয়ারি ২০২৫। শ্যামলী, ঢাকা। #আধ্যাত্মিক_কবিতা