নিরবতার শব্দ শুনতে পাও কী, এই হৃদয়ের শব্দ,
তুমি চলে যাবার পর, একে একে নিভতে থাকে আলোর দ্বীপ।
সলতেই রসদ ফুরিয়ে যায়, নিঃশেষিত প্রায় জীবনীশক্তি।
তুমিই আমার প্রাণশক্তি, তুমিহীনা দেহ-মনে জ্বলে না আলোরশ্মি।
উচ্ছ্বল নদী ফেলে, যৌবন স্বপ্নরা উড়ে যায় বালু চড়ায়।
জানি অভিমানে দূরে সরে আছো
মিছে চঞ্চলতায় জীবনের রঙিন চিত্র আঁকো
একবার, একবার নিরবতায় ডুব দাও, তার শব্দ গায়ে মাখো,
দেখবে সেখানে আমারই মুখোচ্ছবি আসবে ভেসে
আমারই কথা, সুর, গান আসবে স্মৃতিপটে অবিরাম।
সন্ধ্যা আলোয় দিগন্তে চোখ মেলো
নিড়ে ফেরা পাখিদের সাথে তুমিও ফিরে এসো।
একাকিত্ব আমায় করছে গ্রাস।
তোমার নিরবতা আহত করে, পাথর করে আমায়
বুকের পাজরে পুঞ্জিভূত কষ্টরা নিস্তব্ধ নিথর করে আবার।
বেশতো ছিল উচ্ছ্বল জীবন দুজনার,
ভুল বুঝাবুঝির কালো মেঘে ছেয়ে গেল রোদেলা আকাশ
গুমোট অন্ধকারে শৃঙ্খলিত স্বপ্নরা ছিড়েছে…….
শঙ্খচিল উড়ে যায়, অতিথি পাখির আনাগোনায়
বুক জ্বলে-পুড়ে অঙ্গার, তবুও জীবন তোমাকে চায়।
নিরঙ্কুশ রাজত্ব এ মনে তোমার, তবুও কেন দূরে রেখেছো আমায়
শুক্লপক্ষ রাত যায় নিরবতায়, একা একায়
অভিমান দুজনের কপালে কষ্ট ছোঁয়ায়।।
০২.০৪.২০১৭।। শ্যামলী, ঢাকা।।