যতোটা সময় আমি তোমাকে দিই
এর চেয়ে কম দিলে
তুমি কী ভাববে ?
ভালোবাসা কমে গেছে, প্রয়োজন ফুরিয়েছে?
তাই কী হয়!
তুমি আছো তোমার জায়গায়
ভিন্ন রঙে, স্বাদে, রূপে, ঘ্রাণে অনন্য হয়ে
আমার ভাবনায়, মন জানালায়।
সময়ের স্রোতে দিন বদলায়
রঙ বদলায়
ভালোবাসা কখনো গাঢ়, কখনো ফিকে
ভালোবাসা কমে না, ফুরায় না।
এ ডাল থেকে ও ডালে, ফুল থেকে পাতায় পাতায়
শাখায় শাখায় মন ভেসে যায় প্রজাপতির ডানায়
আহা! কী অপরূপ সৃষ্টি আমাকে জাগায়, ভাবায়
হাসায় কাঁদায়, স্বপ্নে ভাসায়।
সৃষ্টির রূপ দেখি আর তোমাকে ভাবি
সহজ-সরল কমনীয়-নমনীয় ভাবে
চিরন্তন আকর্ষণ বারেবারে, কাছে ডাকে।
সকাল সন্ধ্যা রাতে কাজের ফাঁকে।
শুধু নিজের ভাবনায় মশগুল নই
পরের ভাবনায় উন্মুখ হই।।
৩০ মার্চ, ২০১৭।। শ্যামলী, ঢাকা।
Excellent