তুমি বোঝো নাই সর্পরাজ
বীণের সুরে বশিভূত সাপ!
সাপ নিয়ে খেলতে খেলতে
কী মরণ নেশায় মেতেছো!
বিষ ছোবলে নীল শরীর
মন যেন ভয়ঙ্কর দানব।
পর ধনে, লোভে মত্ত, হিংসা করায়ত্ব
চৌদিকে শত্রুর মিছিল, ভয়ে আত্মার ক্ষয়।
সংকীর্ণ কারাগারে বন্দি মন
বোঝো কী, স্বর্গ না নরকে করছো বাস?
ছোবলে ছোবলে শ্বাসরোধ জনতার
চলার পথে দিচ্ছো কালবৈশাখী বারতা।
ভেবেছো কখনো, তুমিও বিষে হবে নীল?
আপনজন হারানোর বেদনা হবে সঙ্গীন।
তবে কেন কর হরণ, দস্যুতা ?
মিত্রতা নয় কেন ?
পুষ্প বাগানে ফোটাও না ফুল
সৌন্দর্যটানেও হওনা ব্যাকুল।
সর্পরাজ, ছেড়ে দাও এ মরণ খেলা
দেখ, পাখির গানে, ফুল সৌরভে অপরূপ মৌনতা।
ডুব দাও, পদ্ম পাপড়ি কপালে ছোঁয়াও
অনাঘ্রাত শান্তি রত্ন নাও তুলে
জীবনের পলে পলে শিশির বিন্দু নাও মেখে
অহং ভুলে প্রশস্ত বুকে মানবতা দাও এঁকে ।।
২১ ডিসেম্বর ২০১৬ । ঢাকা |