এই সে অঙ্গন চেনা প্রাঙ্গন
সুখ হাসি মেশা আনন্দ কানন।
এই জীবনের কিছুটা বেলা
কেটেছে যেথায় অনিন্দ্য খেলা।
কলেজ মাঠের দুর্বা ডগায়
মিঠা রোদের ঝিলিক লাগায়
কত স্মৃতিমুখ ভাসে যে সেথায়
কত না সুখ স্মৃতির তলায়।
এই সে বৃক্ষ তারই তলায়
প্রেয়সী আমার দাঁড়াতো যেথায়
সেই দুটি চোখ প্রবাসে কাটায়
শূন্য এখন শূন্য তলায়।
বুকের ভেতর ব্যথায় ব্যথায়
কান্নাগুলো গোপনে লুটায়।
স্বর্ণালি সেই দিনগুলি হায়
ফিরে কী পাব সেই মহিমায়।।
তারিখ- ১৫.০৯.২০১৬