অধিকার ।। কামরান চৌধুরী

বন্দুকের নল সে তো ক্ষোভের দাবানল

বোঝে না শাসক, বোঝে আশা-নিরাশার দোলাচল।

নায্যতার সংগ্রাম চিরদিন চলে

দাবী মেনে নিতে শাসকের দল ছলে… ছলে-বলে-কৌশলে।

বৈষম্য প্রতিরোধে রাজপথ রণক্ষেত্র, আন্দোলন ভূমি

অস্ত্র, লাঠি, টিয়ারশেল, বুলেট-রাবারবুলেট, সাউন্ডগ্রেনেড যত্রতত্র ছুড়তে ক্ষেপেছো তুমি।

জেগেছে প্রজন্ম, অধিকার আদায়ে দলমত নির্বিশেষে

পেটুয়া বাহিনী, সাজোয়া বাহিনী, পদলেহন বাহিনী দিয়ে কি আন্দোলন…. জনরোষ.. ঠেকানো যায়?

বিচ্ছিন্নতার কৌশল যতই থাকুক, ষড়যন্ত্র-হামলা যতই আসুক

বাঁধছে জমাট দৃঢ়ভাবে দানা, রাজপথে জোটবদ্ধ, ঐক্যবদ্ধ থাকা।

শাসকেরা চায় রক্ত, চায় প্রাণ, চায় সংঘর্ষ-ক্ষয়;

যেকোনো মূল্যে দমাতে চায়, আন্দোলন প্রতিহত করা চায়।

ঝরছে প্রাণ, ঝরছে রক্ত, ঝরছে আশা, ঝরছে ভালোবাসা…

প্রতিটি প্রাণ অমূল্য যেন, মূল্য দিয়ে হয়না শোধ; আসুক তাদের বোধ।

রক্তপাত-আত্মত্যাগ, শহিদি বলিদান ছাড়া, বিপ্লব সফল হয়নি কখনো

লড়াকু বীর, ভয় নাই… ভয় নাই…, এসেছে সময়… যুগ বদলের দিন

ধৈয্য বাধ ভেঙে গেছে, শোধিতে হবে প্রাণ-রক্তের ঋণ।

ষড়যন্ত্র আর হামলায়-মামলায় ভয় নাই, ভয় নাই

অধিকার আদায়ের আন্দোলনে ক্ষয় নাই, ক্ষয় নাই।। ১৯ জুলাই ২০২৪ শ্যামলী, ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top