হৃদয় রানি আছো অন্তরে মিশে জানি
বিষাদ এসে ঘিরে বিচ্ছেদ সুর টানি।
দহন জ্বালা বুকে, পুড়ছে অন্তকরণ
অমিল মনে আজো খুঁজিনি সে কারণ।
আমরা মহাকালে কাটছি সন্তরণ
স্বার্থের টানাটানি করছে বিভাজন,
জনমে ভুল বুঝে কেন এ কষ্ট নেয়া
একাকি দীর্ঘপথ দুঃসহ পাড়ি দেয়া।
দুজনে এক হতে মিশতে হয় মনে
ছাড়তে হয় আধা গহীন গৃহ বনে।
বিলোপে দুই সত্ত্বা জন্মিল নিত্য নব
আসবে ঘরে সত্য নতুন আলো তবো।
ঝুলন্ত লতাগুল্ম ক্ষয়িষ্ণু যৌবন ক্ষণ
কখন খসে পড়ে জানো কী মহাজন।।
৯ আগষ্ট, ২০১৬ । শ্যামলী, ঢাকা ।।