সাধারণ মাঝে অসাধারণ প্রকাশ
জৈবিক দেহতে আধ্যাত্মেরই বিলাস।
চার্বাক দর্শনে যে সাধারণ জীবন
ভোগ অনলে ডুবে আলিঙ্গনে জীবন।
জাগতিক লোভ মোহ আষ্টেপিষ্টে ধরে
ধরতে পারে কী সুখ দু’হাতে করে।
ঈশ্বরে প্রশ্ন তুলিস প্রমাণ চাস রে ?
নিরাকারে ডুবে ডুবে পরশ মাখরে।
পেরেছে দিতে কেউ কভু জীবন দান
তবু অবিশ্বাসে কেনোরে অহং ভান?
অদৃশ্য শক্তির ব্যুহ ঘিরেছে জীবন
দেখেনা চেনেনা অন্ধ, ঢেকেছে মনন।
খুঁজেই চলেছো সুখের ঠিকানা একা
পাবে কী তুমি দিগন্তেরই সীমারেখা।
অথৈ সাগরে উর্মির বিভৎস ঢেউ
বিপদে ডাকেনা তোমাকে, আছে কী কেউ।
অনিন্দ্য শান্তির গেহ হৃদয় রাজত্ব
নির্জন ভ্রমণে কাটে অসার বন্ধাত্ব।
আঁধার ফুড়ে আলো, আসে যেমন সত্য
নিরাশ বুকে ঈশ্বর হাসে হে পবিত্র।
ফুলের বুকে সৌরভ ঢাললো কে সেথা
হৃদয় ফেলে খোঁজা কেনরে যথাতথা ?
আত্ম দর্পনে দেখো অভূত সেই রূপ
চৌদিকে অস্তিত্ব আঁকা ঈশ্বর স্বরূপ।।
২৯ জানুয়ারি, ২০১৭, ঢাকা।