আবার এসেছে আজ ফাগুন
ধরায় লাগিয়ে কোন আগুন
শীতের আবেশ নেয় মুছিয়ে
উষ্ণতা দিয়েছে আজ ভরিয়ে।
ফাগুন এসেছে প্রকৃতির পায়
ফাগুন লেগেছে মনের গায়
ফাগুন আজ পূর্ণতাপায়
সকল প্রাণের উচ্ছ্বলতায়।
ফুলে ফুলে আবির ছড়িয়ে
দিকে দিকে সৌরভ বিলিয়ে
প্রাণের মাঝে সুখের পবন
অন্তরে বাহিরে লাগছে কাঁপন।
এই ফাগুনে তুমি এসেছিলে
এই ফাগুনে কাঁদিয়ে গেলে
এই ফাগুনে সাজিয়ে বাগান
বসে আছি উদাস এ প্রাণ।
পাতারা ঝরে অঙ্কুর জাগে
প্রভাত আলোয় পাখিরা জাগে
এই ফাগুনে আসবে তুমি
জেগে আছি তাইতো আমি।
আসবে তুমি আমার কাছে
আমার কাছে, আমার কাছে,
আশায় আশায় বসে আছি
নির্ঘুম চোখে জেগেই আছি।
তুমি প্রাণের রং সৌরভ
তোমার মাঝে লুকিয়ে গৌরব
তুমিই প্রাণের গানের সুর
না এলে ফাগুনে স্বপ্ন চুর।।
১ ফাল্গুন। ১৪৩১ ।।