এই বসন্ত দিনে : কামরান চৌধুরী

ও হে বসন্ত, তুমি আসো না কেন, এই হৃদয়ে
নিসর্গে সাজ, বন্ধ জানালা আজ, দিয়েছি খুলে।
রঙিন আলো শরৎ হেমন্তের পথ পেড়িয়ে
দিয়েছে উঁকি, বৃক্ষের শাখে শাখে, ফুলের বানে।

মৃদু হিল্লোলে উদাস চাহনিতে যায় হারিয়ে
কোকিল ডাকে, চঞ্চল শিহরণ বুকের ঘরে।
নব পল্লবে, নর-নারী-তরুরা অমৃত সাজে
আপনপর সকল স্বার্থ ভুলে, মুখর গানে।

বসুন্ধরায় এ মিলন মেলায় বাহু জড়ায়
প্রজাপতিরা সুখে নাচেরে আজ সৌরভ প্রাণ।
গুনগুনিয়ে নেচে রঙ ছড়িয়ে ভ্রমরা যায়
হৃদয় ডাক, শোনেনা কেন প্রিয়, বিরহী মন।

বিবশ দৃষ্টি রেখেছি তব পানে অন্তর টানে
আমার তরী তোমার ঘাটে যাবে উন্মুখ বানে।
নিরবতায়, কালোর মাঝে আলো, উঠেছে ফুটে
উন্মনা মন, ফাগুনের আগুনে যায় রে টুটে।

অতীত ভুলে, নবীন আশা বুকে যাইরে ছুটে
আবির দিয়ে নব প্রেম বার্তায় অধর জাগে
দেখেছি খুঁজে, কখন যেন তুমি, এসেছো ঘরে
তোমাকে চাই, এই তোমাকে পাই, বসন্ত দিনে।

তুমি এলেই চির বসন্ত জাগে হৃদয় মাঝে
নব প্রত্যয়, নব নব সৃষ্টির বেহাগ বাজে।।

১ ফাল্গুন, ১৪২৬। ১৪ ফেব্রুয়ারি, ২০২০। শ্যামলী, ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top