আমি দেখতে চাই তোমারে
তুমি আছো বলে অন্তরে!
গভীর রাত্রির এ আঁধারে
চলেছি খুঁজে একাকি তোমারে।
খুঁজেছি তোমায় বিজন প্রান্তরে
খুঁজেছি তোমায় মনের মন্দিরে
পাইনি খুঁজে তবুও কোথাও
হতাশ আমি হইনি সেথাও।
সুধাব কথা মনের কথা
যাচবো আলো ঘুচাবো ব্যাথা
খুঁজেছি পথ আলোর পথ
মনেতে মনে দেখবো পথ।।