কবিতা : কামরান চৌধুরী

কবিতা আমার ভাবনা প্রকাশ
সিন্ধু সেচা মুক্তা
গহীন মনের গেঁথে চলা ফুলে
রত্ন সংযুক্তা।
কবিতা আমার অনুভূতি আঁকা
চিত্রপটে চিত্র
কবিতা আমার হৃদয়ের সখা
অতি প্রিয় মিত্র।
কবিতা আমার শিরায় শিরায়
ভালোবাসা গল্প
বর্ণ শব্দে আঁকা ফুল-পাখি-নদী
মুক্তি সংকল্প।
কবিতায় আঁকি মাটি মানুষের
হৃদয়ের কথা
অতীত ঐতিহ্য সোনালী দিনের
জীবনের গাথা।
কবিতায় সত্য সততার আলো
আলোকিত মন্ত্র
তারুণ্যের গান জাগরিত প্রাণ
মহা গণতন্ত্র।
শিহরণ তোলে রক্ত কণায়
মগ্নতার বৃত্ত।
মনের বাগানে সুরভি ছড়ায়ে
ছন্দ তোলা নৃত্য।

কবিতা বাড়ায় শক্তি সাহস
অন্তরের তেজ
মুষ্টিবদ্ধ হাত স্লোগানে স্লোগান
সবুজ সতেজ।
ভাবুকের মন যখন তখন
শব্দ তুলে আনে
খুঁজে দেখো সেথা পেয়ে যাবে তুমি
জীবনের মানে।
কবিতা স্বদেশ বন্দনা ও প্রেম
ক্ষুধা মৃত্যু জয়,
দূর করে দেয় পরাজয় ভয়
অমর অক্ষয়।
মস্তিষ্কে স্নিগ্ধতা আলোর প্রকাশ
অন্ধকার হ্রাস
প্রিয়ার পলক পূর্ণিমা ঝলক
মৌনতায় গ্রাস।

কবিতা আমার স্বপ্ন-আশা-পণ
অমূল্যের ধন।
কবিতায় দেখি বিশ্ব-দেশ-গ্রাম
আত্মসংগ্রাম।
কবিতা আমার দেশপ্রেম গর্ব
প্রণয় সর্বস্ব।
কর্ম ধর্ম বর্ম ত্যাগ মহীমায়
স্বতন্ত্র রাজস্ব।
কবিতা আমার আত্মীয়তা প্রাণ
হৃদয়ের ঘ্রাণ।
কবিতার মাঝে লুকিয়েছে যেন
জীবন সম্মান।
কবিতা আমার ঈশ্বরের দান
প্রেম ভালোবাসা
কবিতায় আমি খুঁজে পাই সখা
আনন্দের বাসা।।

২৭ জানুয়ারি, ২০২১।। শ্যামলী, ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top