কষ্ট আছে ধুলির ধরায়
কষ্ট আছে সত্য বলায়
কষ্ট আছে জীবন গড়ায়
কষ্ট দৃঢ় পথ চলায়।
কষ্ট নদীর বারো মাস
জোয়ার ভাটা সর্বনাশ।
কষ্ট আছে ভালোবাসায়
কষ্ট এই অন্তর জ্বালায়।
কষ্ট প্রিয়ার শ্বাস-প্রশ্বাস
ফুসছে বুকে দীর্ঘশ্বাস।
কষ্ট তার আদর সোহাগ
নিশি জেগে শুনি বেহাগ।
কষ্ট আছে বন্ধু চেনায়
কষ্ট ভাল বন্ধু পাওয়ায়।
কষ্ট প্রিয়ার প্রতারণায়
কষ্ট সে বিশ্বাসহীনতায়।
কষ্ট সুখের দোরগোড়ায়
কষ্ট মুখে হাসি টানায়
কষ্ট আছে অন্ধকারে
কষ্ট আছে নষ্টাচারে।
কষ্ট বুক দেখে না কেউ
যেও বা ছিল, গিয়েছে সেও।
কষ্ট বড় এক পেষে
চলে সে জীবন ঘেঁষে।
আহা! বুকের কষ্ট নীড়ের কষ্ট
নাড়ির কষ্ট সীমার কষ্ট।
দেহের কষ্ট, ক্ষুধার কষ্ট
মনের কষ্ট, যৌবনে কষ্ট।
কষ্ট আছে বুক জুড়ে
কষ্ট বালুতটে, স্বপ্ননীড়ে।
পদচিহ্ন মুছে যাবার কষ্ট
অনন্ত মিলন তৃষ্ণার কষ্ট
অশুদ্ধ জঞ্জালে ঘেরা মানুষে
আনন্দে কষ্ট উড়া ফানুসে।
কষ্ট বুকে লেপটে থাকে
কষ্ট সুখ ছেচতে থাকে,
কষ্ট রাহু আমার ঘাড়ে
রবে সে কতকাল পড়ে।।
১৪ নভেম্বর ২০১৬।।শ্যামলী, ঢাকা। বিবর্ণ গোধূলিতে প্রেম কাব্যগ্রন্থ থেকে