তোমার চোখে আমার চোখ, তোমার ঠোটে আমার ঠোট
একটা সময় গেছে চলে এসব কাজেই দিন কেটে।
তোমার উষ্ণ পরশ ছাড়া কেমনে থাকি একলা ভালো?
তুমি আমার হৃদয় মাঝে প্রণয় শিখার জ্বালো আলো।
অভূত হাসি অভূত সুখ মনের মাঝে নিয়ত ঢাকা
তোমার মুখের ছবি যেন এই আকাশ জুড়েই আঁকা।
মনের মাঝে দ্বিধা দ্বন্দ্বের নিশানা দেখি পথের বাঁকে
অন্তর মাঝে ঐশ্বযখনি ডুবেছে তাতেই হিয়ারাণি।
একলা আমি একেলা বসে ভাসাই তরী মনের জলে
ঘুরছে মন কৃষ্ণচূঁড়া কদম বকুল শিউলি তলে।
মাছরাঙা ঠাই বসে খাদ্য অন্বেষায় শান্ত জলাশয়ে
লেজে ভর করে কাঠঠোকরা ঠোটে ঠকঠক খোটে।
বসেছি ধ্যানে আপন মনে ভালোলাগা অনুভূতি সাথে
অঞ্জলী পেতে আছি বসে তোমার দাক্ষিণ্য নেব তুলে।
আকাশে মেঘ গর্জে চলেছে শুনছো কী তা ওখানে বসে
চোখের কোণে বৃষ্টি ঝরছে তোর বুকের মেঘের জলে।
দেখা হবে কথা হবে কবিতায় কবিতার মৌনতায়
ঐ পায়ের নুপূরের ধ্বনি, রুনুঝুনু কান পেতে শুনি
বিরহী মন নিঃসঙ্গ এখন কিছুই লাগেনা যে ভালো
সূর্যটা ঢেকেছে মেঘেমেঘে হাসিমুখ যায় কেঁদেকেঁদে
কেমনে ভালো থাকিগো সখি তোমার লাগি পরাণ কাঁদে।।
১০.৫.২০১৭ । শ্যামলী, ঢাকা। বিবর্ণ গোধূলিতে প্রেম কাব্যগ্রন্থ থেকে নেয়া