আমার এক চোখে প্রেম আরেক চোখে বিরহ
বুকের এক প্রকোষ্ঠে সুখ অন্য প্রকোষ্ঠে দুখ
একদিকে দাও ভালোবাসা আবার দাও কষ্টজ্বালা
গভীর ক্ষতে ঢালো সুনিপুনভাবে সুখ সুধা।
এই কি তোমার প্রেম!
এই কী ভালোবাসা ?
বুঝি না আমি, বুঝি না কিছুই
তবু তোমার চোখে খুঁজি সুখ-স্বপ্ন-আশা।
আমার কবিতার মাঝে নিজেকে খুঁজে দেখো
তোমাকে চাওয়ার তোমাকে পাওয়ার শব্দ বোনা।
স্মৃতি নিয়ে চাইনা বাঁচতে, বর্তমান টিকে থাক
অম্ল মধুর প্রেমটুকু জীবন জুড়ে বেঁচে থাক।
তোমাকে ছাড়া পারিনা থাকতে বসে না কাজে মন
মিলে মিশে একাকার হোক, আগের মতো জীবন।।
১০ বৈশাখ, ১৪২৩ ।। ২৩ এপ্রিল,২০১৬ বিবর্ণ গোধূলিতে প্রেম কাব্যগ্রন্থ থেকে নেয়া