যদি তোমার বিবেক থাকে, তবে তুমি মানুষ
যদি আয়নায় রাখো চোখ, অন্তর ধ্বনি জাগরুক
ভেসে ওঠে, নিজ আলো-অন্ধকার, মুখোশে আবৃত মুখ।
যদি মিথ্যা, অন্যায় বা লুকোচুরি করো,
তবে আঘাতে আঘাতে বাড়াবে অসুখ।
যদি সত্যবাদি হও, যদি মুমিন হও
বিবেকের আয়নায় নিজেকে দেখো, পরখ করো;
ভাবো.. .. অনুতপ্ত হও, গভীরে… আরো গভীরে প্রবেশ করো;
যদি পাপ না থাকে, নিষ্কলুষ হও, তবে আনন্দে বাঁচো।
কে কি বললো, কে কি ভাবলো, তাতে ভ্রুক্ষেপ করো না
এগিয়ে চলো নির্দ্বিধায়, আগামীর পথে, প্রগতির পথে।
চিন্তায় পড়ে গেলে?
ভাবছো তুমি শুদ্ধ কি অশুদ্ধ, কিভাবে বুঝবে?
বিবেকের দিকে দেখো, চোখ দিয়ে নয়… মন দিয়ে দেখো…
ভেতরে থাকা পশুটি সর্বগ্রাসী হয়ে চিন্তা-চেতনা
মূল্যবোধকে নৈতিকতাকে ধ্বংস করেছে কিনা।
ষড়যন্ত্র অসততা মনের স্বর্গোদ্যানকে জাহান্নাম বানিয়েছে কিনা।
যদি তোমার বিবেক থাকে, তবে তুমি মানুষ
আর যদি মানুষ হও- তবে তুমি স্বর্গবাসী।
যদি অবিবেচক হও অপকর্ম তোমাকে পোড়াবেই…
হে মানুষ, জাগ্রত করো বিবেক, শানিত করো সূক্ষ্মাতি সূক্ষ্ম চেতনা;
বিবেকই সকল ধর্মের সূচনা।
তারিখ- ০২.০২.২০২৫ । শ্যামলী, ঢাকা। #শুদ্ধতার_কবিতা