আমি রাত্রি আর তুমি দিন
আঁধার বুকে আলোর ঋণ
বহায়ে ধারা আলোক সুধা
মিটছে প্রাণে অমিত ক্ষুধা।
আঁখির পাতে উষ্ণ ধারা
তবুও বুক পাগলপারা।
গোপন কথা নেই গোপনে
প্রণয় জোয়ার মধু স্বপনে।
বুকের কাননে ফোটে ফুল
হাসনা, যুঁথি, মিষ্টি বকুল।
দীর্ঘ রজনীর দীর্ঘশ্বাস
চঞ্চল আজি স্পর্শে উচ্ছ্বাস
আবেশ ছড়ায় ভালোবাসায়
তৃষ্ণার্ত বুকে সুধা ছড়ায়।
পেয়েও তবুও পাই না যেন
তৃষ্ণার্ত বুকের শব্দ শোনো।
তোমাকে ছোঁয়ার দুরন্ত সাহস
আশায় বাঁচে যেন দুঃসাহস।।
১২ জানুয়ারি, ২০১৭।। শ্যামলী, ঢাকা। বিবর্ণ গোধূলিতে প্রেম কাব্যগ্রন্থ থেকে নেয়া