তুমি ভালোবাসা না দিলে
যাব অন্য খানে,
মাধুকরির মতো ডানা মেলে
ফুলে-ফুলে জনে-জনে।
ভালোবাসার কাঙাল আমি
ঘুরে ফিরি দ্বারে দ্বারে,
সৌন্দর্যের রূপ-রস-গন্ধে
চিরন্তন তিয়াসে।
নিখিলের অধিপতি রেখেছে ভরে
চারপাশ প্রেমের আধারে,
খুঁজে খুঁজে সুধাপাত্র থেকে
তুলে নিব যত্নে তারে।
ডিজিটাল যুগে ডিজিটাল ভালোবাসা
স্বার্থঘেরা, প্রাণহীন,
শত-সহস্র ফুল টুকরিতে ঠাসা
থরে থরে সাজানো।
চাওতো তুলে নাও দুচার ফোঁটা
জনে জনে ঘুরে।
যতোটুকু সুখ চাও নিয়ে নাও
দুয়ার খোলা ঘরে।
সাময়িক সুখ পাবার নেইতো অভাব
মৃতসঞ্জীবনী সুধারই অভাব
প্রতিদিন সুখ প্রতিদিন নিব
ক্ষণকাল ভুলে রব।।
তারিখ: ১১.০১.২০১৬