প্রিয়তম হে, তোমার অবহেলা সইতে পারিনা
কদিন আগেও তোমার বুকে যে ভালোবাসা ছিল
আবেগ ছিল, উষ্ণতা ছিল, অনুভূতির সুবাস ছিল
আজ সে অনুভূতির কোরকগুলো ম্রিয়মান।
প্রিয়তম হে, তোমার অবহেলা সইতে পারিনা
এরচেয়ে তোমার মুঠোফোন হয়ে থাকা ভালো।
তোমার স্পর্শ, তোমার ঘ্রাণে মোহিত হবো
তোমার কোমল বাহু জড়িয়ে থাকবে আমায়,
তোমার স্পন্দনে স্পন্দিত হবে আমার হৃদয়ভূমি
তোমার শ্বাস আমার দেহ-মাথায় মাখবে,
আর তাতেই আমি হারিয়ে যাব, তোমার মাঝে।
মুঠোফোনে দেখি কাছ থেকে ওষ্ঠের কম্পন
লজ্জায় লীন হয়ে যাওয়া মুখ, মুখভঙ্গি
কানের লতির উষ্ণতা-শীতলতা,
হতাশা-বেদনা-সুখানুভূতি, নাকে জমা সুখকণা
চটকরে আমার দর্পনে নিজেকে সাজিয়ে নেয়া।
আমার বড় হিংসে হয়, রাগ হয়, কষ্ট হয়
যখন আমাকে ধরে, অন্যমনে ভালোবাসা খোঁজ।
মুঠোফোন হয়ে অপলক চোখে দেখি তোমায়
তোমার চোখের মণি-যুগল, তার মাঝে দেখি
সাগরের উচ্ছ্বাস, প্রশান্ত নিরবতা, কুহেলিকার গহ্বর,
বিরামহীন, ক্লান্তিহীন চলায় অসীম আনন্দ
আমাকে আপ্লুত করে, প্লাবিত করে, মুগ্ধ করে।
বারবার তোমার মন ছুঁতে চাই, কিন্তু পারি না।
তবুও, এই যে তুমি আমার বাহু ধরে আছো
ঘুমে-জাগরণে সঙ্গে রাখো, কাছে রাখো।
কোলে, বুকে, পকেটে কিংবা শিয়রের পাশে
আহ! নরম কোমল স্পর্শে আমাকে উষ্ণ করে।
তুমি বুঝো কিনা জানিনা, শুধু মনে হয়
তোমার প্রিয় মুঠোফোন হলেই ভালো হতো।
মুঠোফোন ঘিরেই তোমার যতো চিন্তা ভাবনা
যার কম্পনে, সুর কল্লোলে জেগে ওঠো বারেবার।
ভালোবাসা ঠেলে, টেনে নিলে মুঠোফোন হাতে
তাই স্বপ্ন দেখি তোমার মুঠোফোন হয়ে বেঁচে থাকার।।