দূরে সরে গেছো তুমি আমার ভূবন থেকে
হৃদয়টা মরুভূমি অযতনে ফেলে রেখে।
চোখেতে ঝরনা আসে অবিরত ঝরঝর
দীর্ঘশ্বাস রুদ্ধশ্বাসে শূন্যবুক খরখর।
বসন্তে পাতারা ঝরে নতুন পাতার কুশি
আসবে আবার ফিরে ভাবনা কণায় খুশি
দিইনি যে ভালোবাসা দেবো তা দু’হাত ভরে
যত্নে যত্নে পূর্ণ আশা, তুমি এসো বুক ঘরে।
ক্ষুদ্র এই জীবনটা সময় যে বড় স্বল্প
হাসি খুশি হৃদয়টা প্রসন্ন রাখো না অল্প
আমাদের এ জীবন রঙিন থেকে রঙিন
মধুময় হবে মন প্রজাপতিরা সঙ্গিন।
এসো এসো স্বপ্ন বুনি দু’জনে মিলন সুখে
গুনগুন গান শুনি নিরালায় শব্দ বুকে।
থেকো নাতো দূরে সরে ছুটে এসো মন ঘরে
পূর্ণিমা আলোর তরে সুখের তারারা ভরে।।
ঢাকা।। ০৪.০৩.২০১৯