তুমি বাংলার সবার কবি
সব মানুষের অন্তর রবি
তুমি আমাদের জাতীয় কবি
মনে মর্যাদায় তোমার ছবি।
ধর্ম কুসংস্কার গোঁড়ামি প্রথা
সাম্য প্রতিষ্ঠায় অমর গাঁথা
যেথা অবিচার অন্যায় যোগ
সেথা নজরুল তোমার চোখ।
তোমার মাঝে বাংলার রূপ
তোমার মাঝে বিশ্ব সরূপ
তোমার মাঝে শ্রদ্ধা ভক্তি
তোমার মাঝে অভূত শক্তি।
তেজ গতি ভাতৃ মৈত্রী
লুটায় তোমাতে জানাতে প্রণতি।
তুমি বিদ্রোহী তুমি সৈনিক
তুমি ভাবুক তুমি প্রেমিক।
মমতাময় বাবা নিঃসঙ্গ একা
বুকেতে বাউন্ডেলে ছবি আঁকা।
বাবরি দুলিয়ে বাঁশির যাদুতে
মোহন সুরে ভোলালে জগতে।
ধর্ম থেকে মানবতা বড়
সকল সূত্র করেছো জড়,
সকল ধর্ম সকল জাতি
কাব্য মাঝে পেয়েছে মতি।
তোমার লেখায় জাগালে বিবেক
কথায় অনেক দেখালে আলোক
তোমার কথা তোমার গান
যেন মানবতার জয় গান ।।
Bu bir test yorumudur.