দিন আসে দিন যায়, দিনগুলো যেন অনন্তে হারায়
স্মৃতিগুলো মায়া হয়, দিনান্তে পেছন ফিরেই তাকাই।
জীবনের টানে গতি, মানবো না কভু পরাজয় নতি
পাতা ঝরে পাতা জাগে, অটল সচলতায় অগ্রগতি।
বছর শেষেই আসে, নতুন দিন নতুন কিছু স্বপ্ন
মুছে দিই মলিনতা দুঃখ কষ্ট ব্যথা অশুভ চিহ্ন।
আনন্দ সুখের ধারা হোক জীবন্ত হোক সে অফুরন্ত
সূর্যের আলোক স্নানে আলোকিত হোক জীবন বসন্ত।
আজ সাজাই পৃথিবী নতুনত্বে আশিষে ভুলি নিরাশা
নতুন দিনের পণ, পূর্ণতা থাকুক জীবনের আশা।
বাধা প্রতিবন্ধকতা দুমড়ে মুচড়ে ফেলার শপথ
বন্ধুত্বের পাতি হাত, একসাথে মিলেমিশে চলি পথ।
জাগুক হৃদয়ে আজ আনন্দ-ছন্দ বিবেকের অলিন্দ
কর্ম সুখে বাধি ঘর, ত্যাগ-সেবায় মাখি পরমানন্দ।
গৃহে-গৃহে পরিবারে, সমাজে-রাষ্ট্রে-বিশ্বে মেলবন্ধন
প্রিয় চোখে ডুব দিয়ে, গড়ি সাম্য-ঐক্যর রাখীবন্ধন।
রাগ অভিমান মুছে, সত্য সুন্দর ফুল ফুটুক প্রাণে
স্নিগ্ধ ঊষার আলোয় হৃদ কানন ভরুক পাখির গানে ।
এসো এসো মিলেমিশে হৃদয় স্পন্দনে বসন্ত বাতাসে
আশার প্রদীপ জ্বেলে আগামীর ডাকে নতুন আকাশে।।
৩০ ডিসেম্বর, ২০২৪। শ্যামলী, ঢাকা।। #নববর্ষের_কবিতা