নিরব নিস্তব্ধ নিশিতে মন যে চলে নিধুবনে
নিয়ত নির্মল নির্মোহ হৃদয় তার ডাক শোনে।
নিখিলে নির্ঘুম নয়নতারায় অশ্রু নিপতনে
নিগুঢ় নিষ্ঠা নিষ্কাম নিবেদন চলে নিরাঞ্জনে।
নগ্ন নান্দনিকতা নাগরিক জীবনে আনে নাশ
নশ্বর নিখিলে নরকাগ্নিতে চূড়ান্ত হাসফাঁস
নৈরাশ্য নৌকা নিদয়ে চলে নীড়ের সন্ধানে
নিটোল নেহ নক্ষত্ররূপে জেগে ওঠে মনে।
নাজুক নাখোশ নাজেহাল নড়বড়ে হয় মন
নষ্ট সময়ের নষ্টামিতে নেই নন্দন স্ফুরণ।
নর্দমার কীট, নাগ, ক্রমাগত করে দংশন
নিথর নিশ্চল তবু জীবনের রস আস্বাদন।
নীপবনে নীরজা শরৎ প্রভাতের আগমনে
নবান্নে খুশির জোয়ার ফোটে কৃষকের নয়নে।
নদ-নদী নগর নিস্বর্গে নিত্য মগ্নতার সুর
নাগরিক চাওয়া পাওয়ায় নিত্য থাকে সে দূর।
নীলাম্বরে হালকা হালকা মেঘেরা আসে ভেসে
নবারুণের আলোয় নবোদ্যম ছড়ায় বিশ্বাসে।।
১১.০৮.২০১৭ ।। শ্যামলী, ঢাকা ।। ‘ন’ বর্ণের কাব্য