নিয়তির তরী : কামরান চৌধুরী

নিয়তির তরী যে ঘাটে বাঁধা
ভিড়বে সেথায় এইতো কথা,
আনন্দ তরী উচ্ছ্বল উচ্ছ্বাসে
নিতে চাই দাঁড় বেয়ে যে পাশে
হঠাৎ আসা দমকা হাওয়া
চলল নিয়ে আরেক ঘাটে।
মুদিত আঁখি অটুট বিশ্বাসে
অঞ্জলিপুটে দাঁড়ায়ে সম্মুখে
ক্ষম হে প্রভূ প্রার্থনা বচন
ঊষসীতে আলো রবির কিরণ।
লাগলো মনে সুরের গগনে
সুরের জাদু নিয়তিকে টানে।
সহসা গগনে আলোক রেখা
তারিই মাঝে বুঝি ভাগ্যরেখা।
দুঃখ সুখে আনন্দ বেদনা
নিশব্দে মনে অনন্ত সাধনা।
সবার পরে সত্য যে কথা
নিয়তির ঘাটে সকলে বাঁধা
অবগাহন অচিন সাগরে
দিনান্তে ভিড়ে অচেনা বন্দরে।
যেদিকে যাই ঘুরে ফিরে আসি
বিধাতা বসে দেখছে সবই
কতদূর যাবে করে অবহেলা ?
বিধাতা তুষ্ট হলে বাড়ে জ্বালা।
সজ্জিত গৃহ, সুদৃশ্য বন্দর।
ডাকলে পাবে মধুর অন্তর।।

তারিখ: ২৯.১০.২০১৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top