ও চোথের নীল সাগরে, ডুবে ডুবে যাই
হৃদয়ের ছোঁয়া সেথায় খুঁজে খুঁজে যাই।
একদিন ছিল যেথায় স্বপ্ন বাড়ি
রঙিন আলো ভরা জীবন তরী।
সোনালী দিন আর মায়াবী রাতে
হাত ছিল তোমার ঐ দুটি হাতে।
স্বপ্ন সুখে সেথায় জলপ্রপাত
ঘুম ভাঙা চোখে রাঙা প্রভাত।
পাখি ডাকা বনানী সবুজের মাঠ
রাঙা ঠোটে হাসি, কাঁধে ছিল কাঁধ।
সেই সুখ ছেড়ে হৃদয়টা ভেঙে
চলে গেছো দূরে হাত নেড়ে নেড়ে।
রেশমি চূড়ি আর নূপুরের শব্দ
উঠিনা জেগে আজ হৃদয়টা স্তব্ধ।
নেই যেথায় তুমি, ধূ ধূ মরুভূমি
তৃষায় তৃষায় আজ অশান্তি চুমি।।
২৪.০৭.২০১৯ শ্যামলী, ঢাকা।