পদচিহ্ন : কামরান চৌধুরী

যেতে হবে বহুদূর অনেকটা পথ বাকি
পথমাঝে লোভ-মোহ, ঈর্ষা-প্রেম-কাম জাগে
গতিরোধ করে থাকে শত ঘাত প্রতিঘাত
তবু লক্ষ্য একটাই চিহ্ন রেখে যেতে হবে।
ধরণীর এই বুকে জনেজনে মনেমনে
ছোটছোট স্বপ্ন সৌধ দুই হাতে গড়ে তুলে
পাহাড়ের চূঁড়া ছুঁয়ে শ্বাস নিয়ে যেতে হবে,
পিছুটানে নিন্দা শুনে যাবো নাকো দমে, থেমে।

নিশিজাগা প্রার্থনায় পথ নিই খুঁজে বুঝে
রবি আলো মেখে ভোরে শিশিরের কণা ছুঁয়ে।
ফুলেফুলে গন্ধ নিয়ে, মধু নিয়ে কল্যাণের
গাই গান বিধাতার মানবতা সুর তান।
শীষ দেয়া পাখি গানে ভরে মন আহ্বলাদে
নয় পথ বহুদূর ধৈর্য ধরি দৃঢ়তায়
সত্যব্রত সাধনায় আগুনের শুদ্ধতায়
পদেপদে আগুয়ান হবো হবো মহীয়ান।

নব পথ আবিস্কারে নেশা ভরা চোখে চেয়ে
একএক দিন নেব, বিন্দুবিন্দু জয় তুলে।
অফুরান সম্ভাবনা মাথা ভরা নিউরনে
সংযোগে সংযোগে ভাগ্যদ্বার উন্মোচন।

তুমি আমি চলো যাই ভাগ্যটাকে বদলায়
ধরণীর বুক থেকে মুঠোমুঠো সুখ নিই,
রেখে যেতে হবে কিছু, রেখে যাব পদচিহ্ন
স্রষ্টা তুমি বর দাও, হতে পারি যেন ভিন্ন।।

০৬ ফেব্রুয়ারি, ২০১৭।। শ্যামলী, ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top