পাপ ।। কামরান চৌধুরী

প বর্ণের কাব্য

পাপে পূর্ণ এই ধরণীতল, পথভ্রষ্ট আমরা পথিকজন
পরিপুষ্ট পাপ পরিবেষ্টন করে রেখেছে দেহ-মন
পরিমল আসে না কোথাও, প্রান্তসীমায় পৌঁছেছি বলে
পতঙ্গের মতো পাপরূপে অগ্নিকুন্ডে ঝাঁপ দিই পলেপলে।
পড়ন্ত বিকেলে পড়িহাস হয়, পথ হারিয়েছি কোথায়
পিচ্ছিল পথ পদে পদে বিপদ, আসেনা পয়গাম বুকে ভয়।

পথ প্রদর্শক নেই কেউ পতনোন্মুখ জাতি উদ্ধারে
পরাভব মানে না মন, ঘুরে আধারে।
পদানত করি লোভ, পাপ, অহং পদ্মের মতো জন্মিবার আশা
পণ করি নিজেই ধরবো পতাকা, হবোনা নিরাশা।
পরিত্যাগ করি পরনিন্দা, পরনারী, পরশ্রীকাতরতা, প্রতিহিংসা
পরাজয় মানি পরিত্রাতা পরিত্রাণ করবে বুকে আশা।
পাবকে পুড়িয়ে পবিত্র করি মন আত্মা পরমাত্মায় মিলনে
পরস্পরে পরহিতে পারলৌকিক সুখ আনন্দ নিই চিনে।

পর্বত প্রমাণ পাপে পর্যুদস্ত জীবন
পলকেই প্রদীপ নিভে ম্রিয়মান জীবন।
পুষ্পোদ্যানে পুষ্প থরে থরে শোভা পায়
পূণ্যের দেখা বলো কোথা পাই।
পৃথিবী মাঝে পরিচয়টুকু রেখে যেতে চাই সযতনে
পরিব্রাজক হয়ে চতুর্দিকে তাই চলি পরিভ্রমণে।
পরিচ্ছন্ন পরিচ্ছদ কিছু নয়, আত্মা পরিশুদ্ধতা প্রণয়ন
পাপ মোচন বড় বেশি প্রয়োজন।

প্রেমের পরশ নিয়ে আসেনা কেউ, প্রশান্ত হবে প্রাণ
প্রণতি জানায় প্রতিক্ষণ, পূজার অর্ঘ্য দানে সর্বজন।।

তারিখ : ১১.০৭.২০১৬ কাব্যগ্রন্থ- বর্ণ শব্দের ছোঁয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top