প্রথম পরিচয় : কামরান চৌধুরী

তোমার তখন বয়স হলো কুড়ি
যখন আমি পঁচিশ ছুঁইছুঁই করি
তোমার মুখে লাবণ্য ঝরে পড়ে
আমার বুকে যৌবন টগবগ করে।
প্রণয়ে তোমার চোখের মণি ঝলমল করে
তারুণ্য দীপ্তিতে আমার হৃদয় নড়ে।

দেখা হলো মাঘের হিমলাগা ভোরে
মিঠে রোদে দেহ উষ্ণতার ক্রোড়ে
তোমার বন্ধুত্ব বার্তায় হৃদয়ে কড়া নাড়ে
দু‘জনের চেনাজানা ঘনিষ্ঠতা বাড়ে।
ভালোলাগার সুতো একই লাটায়ে ঘুরে
পাশাপাশি দুটি ঘুড়ি একই আকাশে ওড়ে।

ফাগুনের দিনে দিনে ফুলের সমাগম
দুটি হৃদয়ে প্রণয়ের অনিন্দ্য আগমন।
তুমি এসে বললে আমি সীমা, বন্ধু হবে
অবাক বিস্ময়ে হাতবাড়িয়ে বলি চল তবে।
সেই থেকে তুমি আমি একই পথে হাঁটি
জীবনকে করে তুলি দু‘জনেই পরিপাটি।

তুমি বলো ফুল প্রকৃতি কবিতা গান ভালোবাসি
আমি তোমার চোখ রূপমুগ্ধতায় কাছে আসি।
তোমার কথা গান শুনতে শুনতে কোথায় হারায়
মাঝে মাঝে ঠেলা দিয়ে সম্বিত ফেরাতে আমায়।।

তারিখ : ১২.০৬.২০১৬

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top