বছর ঘুরে আসে ফাগুন, বুকের ঘরে জ্বলে আগুন
এই ফাগুনে তোমার আসা, এই ফাগুনে যে ভালোবাসা।
মন ছুটে যায় সঙ্গোপনে কোকিল সুরে নিরব বনে
নিঃশব্দে দেখি তোমায় ছুঁয়ে হৃদয়ের অপার বিষ্ময়ে।
চোখের মাঝে স্বপ্ন আশা ডুব দিয়ে দেখি.. সর্বনাশা
স্মৃতির পথে একটু হাঁটা চেতিয়ে ধরি বুকের পাটা।
মাতাল হাওয়া তোলে ঝড় নষ্ট সময় জাপটে ধর
হাল ধর রে সময় নষ্ট বুকের ঘরে থাকুক কষ্ট।
এই ফাগুনে একুশ আসে, চেতনা সাহস বুক পাশে
পলাশ শিমুলে রাঙা বন বিপ্লব স্পন্দিত এ জীবন।
ফাগুন শুরু গুনগুনিয়ে ঐক্যের গান যায় শুনিয়ে
আমের বোলে ভ্রমরা বসে আবীর মাখে নব উল্লাসে।
বাতাসে দোলে নতুন পাতা প্রকৃতি খোলে নতুন খাতা
ফাগুনে যে চেতনা আগুন, বুকের ঘরে বাড়ে দ্বিগুন।
চেতনা আগুনে পুড়ে ছাই, সভ্যতা গড়ি আনন্দ ঠাঁই
নতুন প্রাণে নতুন আশা জাগরিত বুক ভালোবাসা।।
১ ফাল্গুন, ১৪৩১।। ১৪ ফেব্রুয়ারি ২০২৫।। শ্যামলি, ঢাকা।।