জেগেছে প্রকৃতি ভেঙে শীত শুষ্ক আড়ষ্টতা
উদাস পবনে জাগে হৃদয়ের ব্যাকুলতা,
বনের পাখি মুখর প্রকাশিতে চঞ্চলতা
মৌমাছি গুঞ্জন বনে তারুণ্যের উচ্ছ্বলতা।
গাছেগাছে শাখেশাখে উঁকিদেয় নবপাতা
শিমুল পলাশ রঙে মুছে যায় মলিনতা।
মাছরাঙা কানিবক শিকার ফেলে দেখছে
নীরবতা ঠেলে দিয়ে সরবে ধরা জাগছে।
অন্ধকার কালো রাত সরিয়ে জীর্ণ বসন
চঞ্চলতা বিশালতা হৃদয়ে পাতে আসন।
যে রঙে সাজাই তাকে প্রকাশিত ভালোবাসা
শুধু রঙ নয় সখি, জাগরিত সুখ আশা।
ফাগুনের রঙে সাজে অপরূপ প্রিয়তমা
বলবো হৃদয় কথা শুনবে তুমি প্রতিমা?
ঋতুর পালাবদলে ভাঙে ঘুম প্রকৃতির
উৎসব মুখরতা আলো আনে প্রগতির।
সাজাও ধরণী সবে রাঙাও মনের রঙে
ফুল পাখি প্রজাপতি নাচে গানে রঙে ঢঙে।
আগুন লেগেছে বনে দুরন্ত যৌবন মনে
তৃষ্ণা স্পর্শকাতরতা প্রিয় কথোপকথনে।
আজ কোনো কথা নয় শুধু স্নিগ্ধ নীরবতা
তুমি আমি পাশাপাশি ভালোবাসা অটলতা।।