এক ফাগুনে হলো দেখা, আর এক ফাগুনে শেষ
হৃদয় যন্ত্র ডাকে সখা, ভালোবাসার অবশেষ।
নিত্য ভোরে পাখিরা জাগে, কোলাহলে ভরে বাগিচা,
ফাগুন এলে অনুরাগে, ভেসে যায় চোখ গালিচা।
ঘুরি সে প্রাচীন নগরী, লুপ্ত গুপ্ত ইট পাথরে,
নব জীবনের প্রহরী, ভেসে যায় প্রেম ইথারে।
ফাগুনের রঙে প্রকৃতি, অতিথি হবে আজ তুমি ?
হৃদয়ের আছে প্রতীতি, চলে এসো হৃদয় চুমি।
আকাশ সীমা পরিসীমা, যায় না তার মাপাঝোকা
ফাগুন এলে মন সীমা, বেঁধে তারে যায় না রোখা।
পলাশ শিমুল গাঁদার লেগেছে রঙ প্রকৃতিতে
সেই সে পরশ তোমার, মিশেই আছে ধমনীতে।
চোখ বুজলে অনুভবে, পাশাপাশি আজো দু’জন
দূরে গেলেও মন ভাবে, ছিলে তুমি বড় আপন।
মধুর সেই দিনগুলি রাঙায় কখনো তোমায়
অশ্রæ হাসি ফুলের কলি, মধুর স্মৃতি বরষায় !
বসন্তে গাছের শাখায় নব অঙ্কুর উঁকি দেয়
ফাগুন এলে মনে হয়, আসবে তুমি জানালায়।।
পহেলা ফাল্গুন, ১৪২৪।। শ্যামলী, ঢাকা।।