বড়দিন : কামরান চৌধুরী

ধরার বুকে মানব রূপে আসলো নেমে প্রভু

পরশে তার মুক্তির রেশ ছড়ায় শান্তি ঋভু।

এই দিনেতে এসেছো তাই ক্ষুদ্রতা মুছে যাই

হিংসা ছেড়ে বিদ্বেষ ছেড়ে আনন্দ খুঁজে পাই।

চিন্তা ভাবনা মহৎ করি হৃদয় করি মস্ত

শান্তি সম্প্রীতি রাখতে ধরে কাজেই থাকি ব্যস্ত।

দেহেতে ধরি রক্ত ক্ষরণ হয়েই যাই নিঃশ্ব

পিতার কর্ম হৃদয়ে ধরি সাজায়ে চলি বিশ্ব।

প্রবীণ শিশু সকলে মিলে একত্রে গড়ি বৃত্ত

প্রেম প্রীতিতে ভরিয়ে দিব আজ অধীরচিত্ত।

আজ যীশুর আগমনীতে ভরেছে বিশ্ব ফুলে

অন্যায় ভুলে শোষণ ভুলে ফুলটি দাও তুলে।

পরম পিতা মহান তুমি স্নেহের ছায়া ধরো

সবার পাপ মুছেই দিয়ে পুণ্য জ্যোতিতে ভরো।

অন্তরে দাও শক্তি সাহস বিবেক জ্ঞান আলো

পরশে দাও মুক্তির নেশা ঘোচাও কষ্ট কালো।।

আলোয় আলো, যীশুর আলো, শুদ্ধ হৃদয়ে জ্বালো।।

তারিখ- ২৫.১২.২০২৪ । শ্যামলী, ঢাকা। #বড়দিনের_কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top