গাছের পাতা শূন্য এখন, শূন্য বুকের প্রান্তর,
প্রেয়সী তুমি আছো জুড়ে, আমার এ অন্তর।
বর্ষা শরৎ শীত গেল, এলো মধুর বসন্ত
হিয়ার মাঝে তোমার ছবি, ভাসে আহা অনন্ত।
নিত্য দাও সুরের দোলা আসছো নবরূপে
বসন্ত রাগে করবো বরণ প্রতীমার স্বরূপে।
শাখে শাখে ভরবে পল্লব কাননে কাননে ফুল
পাখির কণ্ঠে মুখরিত হবে মনটা যে ব্যাকুল।
শূন্যতা শেষে পূর্ণতা আসে চিরন্তন রীতি
দুঃখ শেষে সুখ পরশ অন্তরে অন্তর প্রীতি।
আসছো তুমি বুকের ঘরে বাজছে সুরগীতি
আবির ছড়ায়ে প্রকৃতি রাঙা হাসছে বনবীথি।
কচি পল্লবে বর্ণিল ধরা সুবাসে জাগে জরা।
ছন্দ তোলে নূপুরের ধ্বনি কাটে অন্তর খরা।।
১২.০২.২০২৫ । শ্যামলী, ঢাকা।