বাবা, তোমার স্মৃতি মনে পড়ে, খুব মনে পড়ে।
আমরা করেছি কত খেলা, শুনেছি গল্প, কথা, গান,
তুমি দিয়েছো ভালোবাসা, করেছো যত্ন
শিখিয়েছ সত্য পথে চলা, ভালো হবার মন্ত্র।
যুগিয়েছ সাহস প্রতিবাদী হতে শেখা,
দেখিয়েছ সমাজের ভাল-মন্দ, আচার-আচরণ শিষ্টাচার।
তুমি আমার শক্তি-আদর্শ, প্রেরণার উৎস
আনন্দ বেদনায় তাই তোমাকেই মনে পড়ে।
তোমার হাত ধরেই চিনেছি প্রকৃতি, ফুল-ফল-লতা-পাতা
তোমার হাত ধরে করেছি ভ্রমণ কত পথ, দর্শনীয় স্থান, বন।
মেতেছি খেলায়, গিয়েছি মেলায় সকল উৎসবে,
তোমার কাছেই শিখেছি বিশ্ব মানবতা, মানুষকে ভালবাসা।
তোমার তিরোধান পাথর করে, স্তব্ধ করে মনপ্রাণ
তোমার স্মৃতি আন্দোলিত করে বুকের ভিতরে ভিতরে।
তুমি তো শুধু স্মৃতি ছবি নও
আজো গায়ে মাথায় স্নেহমাখা আদর বুলিয়ে যাও।
তোমার স্মৃতি আসলেই মনে, শরীর শিহরিত হয়ে ওঠে
মনে হয় তুমি আছো, আমারই পাশে, খুব কাছে কাছে।
তোমার আশির্বাদী ছোঁয়া কপালে চন্দন টিপ হয়ে থাকে
অনন্ত চরাচরে যেখানেই থাকো, শুধুই প্রার্থনা ভাল থেকো।।
(আজ ১৩ এপ্রিল আব্বার মৃত্যুবার্ষিকী।