অল্পবিদ্যা ভয়ংকরী, শিক্ষা পূর্ণতা ছাড়াই অহংকারী
লক্ষ্যহীন ছোটাছুটি দিনশেষে সেই হতাশার ফুলঝুরি।
কপটতা চতুরতা, মুখোশে আবৃত মুখ, সব রঙ বদলের খেলায় মত্ত
আবেগতারিত মস্তিষ্ক, পদ-পদবী, অর্থ-বিত্ত, ক্ষমতা মসনদ লোভে আসক্ত।
রাজনীতি যেন এক পুঁজিহীন ব্যবসা, ক্ষমতা, অর্থলালসা
প্রজন্মের কুঁড়িতে ঢুকেছে ভয়ঙ্কর নেশা, ক্ষমতা লিপ্সা।
চোরা পথে, গুপ্ত পথে, ছোট পথে চলাফেরা, অনৈক্যের চোরাবালি
কেউ পায়, কেউ করে হায় হায়।
সর্বক্ষেত্রে অধৈর্য চর্চা হাতাহাতি, কামড়াকামড়ি, প্রতিবাদ প্রতিরোধে
সাধারণ জনগণ অসহায়।
মিথ্যা আশ্বাস, ফাঁকা বুলি আর প্রবঞ্চনায় হারিয়েছে বিশ্বাস
বাতাসে ভাসছে বিষ, বুকভরে পারে না নিতে, বেঁচে থাকার নিঃশ্বাস।
হামলা-মামলা, খুন-ধর্ষন, রাহাজানি, চাঁদাবাজি বহিঃপ্রকাশ
কি চেয়েছে, কি পেয়েছে…. করছে সবাই হিসাব নিকাশ।
অহিংসা, শ্রদ্ধা, ভক্তি, স্বার্থত্যাগ প্রেম ভালোবাসায় হৃদয় জয়,
রুক্ষতা, অধৈর্য, অনৈক্যে চরম নৈরাজ্য… ব্যর্থতা পরাজয়।
মুখে হাসি অন্তরে বিষ, কপটতা অহর্নিশ
অদৃশ্য নির্দেশ আর সুযোগ অপেক্ষা, ছুরি মারতে হাত নিশপিশ।
খেলার পুতুল হয়োনা কারোর, বালির বাঁধ সেতো যাবেই ভেঙ্গে
গাছে তুলে কেড়ে নেবে মই, থাকবে পড়ে স্বপ্ন-আশা, নিরাসার সঙে।
কোথায় চেতনা? ত্যাগ? জাগরণ? কোথায় জাতির মুক্তির দিশা?
চারদিকে শুধু ষড়যন্ত্র, মসনদ লোভে মত্ত, অনন্ত অসীম তৃষা।।
২৮ ফেব্রুয়ারি, ২০২৫। শ্যামলী, ঢাকা।