মিথ্যা
যেন অগ্নি
নরকের জ্বালা
অন্ধকার মৃত ছায়া।
থাকে মুখোশের অন্তরালে
ভয়, ক্ষয়, কালিমা লেপন মনে।
মিথ্যা খুঁজে, মিথ্যা বেচে, মিথ্যা করে ভর
জীবনের রসদ সেথা বালুতে বাঁধা ঘর।
মিথ্যায় পাপ, মিথ্যায় বিপদ, মিথ্যা ভয়ংকর।
স্বার্থ জালে মিথ্যা মোহে জীবন আঁকড়ে নিলে
চির অশান্তির সুরা, জেনো পান করলে।
মরীচিকার মতো সে কাছে ডাকে
চোখে মুখে তার ছাপ ভাসে।
মিথ্যা মুখ টিপে হাসে
নেই কেউ পাশে
পরিহাসে
নাশে।।
ত্রিমাত্রিক কাব্যগ্রন্থ থেকে নেয়া- ২ জুলাই, ২০২০। শ্যামলী, ঢাকা।