যদি ভালোবাসো,
তোমার জন্য রক্ত গোলাপ করবো চাষ
ভালোবাসার সুখানুভূতিতে যত্নে যত্নে ফুল ফোটাবো বারোমাস।
যদি ভালোবাসো,
প্রতিদিন সদ্যফোটা এক রক্ত গোলাপ এনে দিবো।
যদি বাগানে না ফোটে ফুল, বাজার থেকে খুঁজে এনে দিবো।
যেদিন রক্তগোলাপ পাবো না, সেদিন হৃদয় চিরে রাঙিয়ে নিবো।
যদি ভালোবাসো
পাগলের মতো বেসো, হৃদয়ের পূর্ণতা দিয়ে কাছে এসো
ভালোবাসা হালকা হলে, হাওয়ায় মিলিয়ে যায়, ভেঙেচুড়ে যায়।
সন্দেহের দোলাচলে ভালোবাসা পুড়ে পুড়ে অঙ্গর হয়ে যায়।
যদি ভালোবাসো
হারানো ভালোবাসা ফিরে চাও, হৃদয়ের ক্ষত সারাও
হৃদয় বীণার তারে বেধে রেখো তাও। অন্য কোথাও না হারাও
প্রতিশ্রুতি রক্ষা করে যাও, ভালোবাসা ভালোবাসা দিয়ে যাও।।
তারিখ- ১৫.১২.২০২৪।। শ্যামলী, ঢাকা।।