যখন যেমন যাপিত জীবন তুমিহীনা যন্ত্রণা সাগর
যতদিন যতকাল না পাব, যতীপাত হবে না যে ভালোবাসার।
যথাযথ যতœ দিয়ে যমিত মন বাঁধতে চাই
যত্রতত্র যাতায়াতে যশ যমুনা সাঁতরে যাই।
যাদুকরী আঁখি যাতনা মুছে, যায় না যে
যাযাবর দিন যুগযুগ যায়, দুঃখ যুগল সাথে;
যোগভ্রষ্ট যৌন যাতনায়, তবুও যোগান সংসারে,
যুদ্ধযুদ্ধ খেলা খেলে, যমেরও অরুচি এ জীবনটাতে।
যন্ত্র যখনই গ্রাস করে মন
যৌবন থুবড়ে পড়ে সে কেমন।
যবন-যবনী যজ্ঞনাশে মত্ত
যাচ্ছেতো জীবন তুমিহীনা সত্য।
যুবা মন যুযুৎসা মত্ত, তবুও যুৎসই সুখ দেয় না ধরা
যুক্তি শুধু যুক্তি, পারেনি দিতে জীবনে, শান্তি ফোয়ারা।
যথাজ্ঞান যথাস্থানে যথার্থ প্রয়োগ করে দেখেছি
যতী-যতিনীর মতো যথেষ্ট যজ্ঞ হয়নি বলে ক্ষেপেছি।
যুথবদ্ধ সুখ, যাক চলে যাকনা, ভালোবাসার পাখনা
যুথভ্রষ্ট এ জীবন যুদ্ধোন্মাদ যত্রতত্র ঘুরুক না।।
য বর্ণের কাব্য ২৪.০৭.২০১৭ ।। শ্যামলী, ঢাকা।