রুহ : কামরান চৌধুরী

রুহ
যেন এক
আল্লাহ নির্দেশ,
রহস্যের জালে ঘেরা
অস্পৃশ্য অদৃশ্য মধ্যবাস।
অশরীরী মর্তে গড়েছে নিবাস
কখন উড়ে যায়রে পাখি, মনে ত্রাস।
এক নির্দেশেই চলে, আসে-যায় ঘুরে ফিরে;
চৈতন্যময় অন্তর্নিহিত শক্তি, প্রাণমধ্য বিন্দু।
দেহোত্তীর্ণ আধ্যাত্মিক সত্তা, চিরন্তন শুদ্ধ,
দীপ্ত বর্ণিল আলোক রশ্মি সে চঞ্চল
আদম থেকে কেয়ামত পর্যন্ত
ক্রমান্বয়ে আসতেই থাকে।
আলমে বরযাখেতে
যাবে মৃত্যু শেষে;
মহা সত্য
সত্য।।

২২.৭.২০১৭ ।। শ্যামলী ঢাকা। ত্রিমাত্রিক কাব্য থেকে নেয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top