সত্যের মাঝে সে এক অপূর্ব টান, চুম্বক টান
মধুর সৌন্দর্য অনন্ত প্রশান্তি যেথা বহমান।
অগণিত ধূলি-কালি মনে মাখে যেন অনুক্ষণ
অন্ধকারে লুপ্ত সুপ্ত ম্রিয়মান আলো বিচ্ছুরণ।
স্বার্থ আবহ মিথ্যার জাল, ছড়ানো বিছানো পথে
আটকা পড়েছি মনের অজান্তে মিথ্যা গাড়ি রথে.
সোনালী স্বপ্নের, অন্তরের, মৃত্যু ঘটে মিথ্যা বানে
বোঝে না মানুষ, খোঁজে না শান্তি, চাহি বিবেক পানে।
অন্তর চাহিদা সে তো চির সত্যের দিকেই ধায়
পরিবার পরিবেশ ব্যাক্তি আবর্তেই মিশে যায়।
সত্যের সাথে মিথ্যার ঘর, হয় কী কখনো ভাই
অবক্ষয় ক্ষোভ পুঞ্জিভূত দ্বন্দ্ব মনে জেগে রয়।
ঈশ্বর বর, স্বর্গীয় সুখ, সকলের মনে চায়
সত্য সুন্দর পথের ধূলিকণায় সে জেগে রয়।
জয় পরাজয় জন্ম-মৃত্যু নির্বানের হাতছানি
জীবন জুড়ে সত্য মিথ্যার নিত্য চলে টানাটানি।
ঈশ্বর রূপ দর্পনে দেখে জাগে মন প্রাণ গানে
শতত সমাজ আলোকিত সুন্দরের জয়গানে।।
তারিখ- ৬.৭.২০১৭ ।। শ্যামলী, ঢাকা।