দিন যায়, মাস যায়, মাস ঘুরে বর্ষ যায়
কেন যেন দ্রুতলয়ে দিনগুলো চলে যায়।
চলে যায় স্মৃতি হয়ে আর এক বর্ষ পিছে
বর্ষের সালতামামি খুলে বসে হাঁটি পিছে।
হাসি কান্না, ব্যর্থ পণ মনাকাশে ভেসে ওঠে
কত ছবি, স্মৃতি কথা, পূর্ণতার রেখা ফোটে।
নব বর্ষ নব আশা তুষ্ট মন তুষ্ট আশা
ক্ষমা চেয়ে সব মনে খেলা শুরু করি পাশা।
নব বর্ষে কত আশা, কেটেই যাবে নিরাশা
জয় হবে, নয় দুরাশা, বদলাবে ভাগ্য বাসা।।