বছর সাঙ্গ হবে সাঙ্গ হবে জীবন
কিছু কাজ তবু বাকি থাকে এখন।
সব কাজ কভু হয় কি সারা
ডানা মেলে কি জীবনে তারা?
এই ফিরে দেখা তবু বারবার
ক্রম দেয় তাগিদ বাকি পূর্ণ করার।
হলো যা অর্জন, তাতে না থাক গর্জন
নিয়মের সুতোয় পার করা জীবন।
পায়ের ছাপ, ধরা বুকে নাই বা থাক
কালের ধূলি কণায় সব মিশে যাক।
স্মৃতি থাক ধরায়, মন শুধু চাই
কিছু কাজ হোক অন্য ভূবন গড়ায়।।